ডেক্স রিপোর্টঃ
ভৈরবে পুলিশের উপর হামলা ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।
বুধবার রাতে প্রিজাইডিং অফিসার এনামুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২০/২২ জনকে আসামি করে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আটককৃতরা হলেন,বাক্কী কর্তা ওরফে কানা বাক্কীর ছেলে সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিব কর্তা (২৭) ও রাকিবুুল ইসলামকে আসামি করা হয়েছে ।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার ভোট চলাকালীন সময়ে বেলা পৌনে ২ টার দিকে ঘোড়া প্রতীক ও কাপ-পিরিচ প্রতীকের ২ সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় তাদের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ২০/২২ জন দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢুকে দায়িত্বরত পুলিশ, আনসার ও প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের উপর হামলা চালিয়ে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে ১শ ৭০ টি ব্যালট পেপার ও ২ টি ব্যালট বাক্স ১ টি সিল ছিনিয়ে নেয়। পরে জনতার সহায়তায় রকিব কর্তা ও রাকিবুলকে পুলিশ আটক করে।
এ ঘটনায় জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করেন। এছাড়া বাকি ৯১ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । নির্বাচনে কাপ- পিরিচ প্রতীকের প্রার্থী আবুল মনসুর ৪৮ হাজার ২শ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।