এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড়ের ফুলকলি ফাস্টফুড, ২টি ফলের দোকান ও চা-পানের দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বঙ্গবন্ধু স্বরনির জুনাইদ মোল্লার কয়েল কারখানাকে সিলগালা করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের ভৈরব দুর্জয় মোড়ে এলাকায় ফুলকলি ফাস্টফুডকে ২৫ হাজার, দুটি ফলের দোকানকে ১০ হাজার ও একটি চা-পানের দোকানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ বঙ্গবন্ধু স্বরনি এলাকায় অবস্থিত জুনাইদ মোল্লার কয়েল কারখানাকে সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ।
এসময় ভৈরব থানার পুলিশ ফোর্স ও ভুমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন।
খোঁজ নিয়ে জানাযায়, ভৈরব শহরের বিভিন্ন আনাচে-কানাচে অন্তত শতাধিক অবৈধ কয়েল কারখানায় অবৈধ পন্থায় বিভিন্ন ব্যান্ডের নাম নকল করে নিম্নমানের কেমিক্যাল দিয়ে মানহীন মশার কয়েল উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। ওইসকল কয়েল কারখানায় কোন কেমিস্ট না থাকারও অভিযোগ রয়েছে।
এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানের মালিক নিম্নমানের কেমিক্যাল আমদানি করে মিক্সচারের মাধ্যমে ওইসব কেমিক্যাল গুলো অতিরিক্ত মুল্যে বিক্রি করার অভিযোগ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কারখানার মালিক জানিয়েছেন।
অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।