এম আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
ভৈরবের পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন মামুনের বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানাযায়, গত ৪ আগষ্ট, রবিবার বেলা আনুমানিক ১২টার দিকে ৬নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বাসার জানালার কাঁচ ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে বলে ভুক্তভুগী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন মামুন অভিযোগ করেন।
ওই পরিস্থিতিতে অভিযোগ করার স্বাভাবিক পরিবেশ না থাকায় ভয় ও আতংকে ছিলেন তিনি।ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন মামুন অভিযোগ করে বলেন, তিনি জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া। দ্বিতীয় তালায় পুরো ফ্লাট ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আক্রোশে গত ৪ আগষ্ট, রবিবার দুপুরে তাঁতারকান্দি গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে ও ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম রানা, লক্ষ্মীপুর গ্রামের কাশেম মাস্টারের ছেলে ও ৬নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জনি, মৃত আব্দুল হাই মোল্লার ছেলে ছাত্রলীগ নেতা ছোটন মিয়া, মৃত হাবিব ভূইয়ার ছেলে উল্লাস ভূইয়া, লক্ষ্মীপুর গ্রামের সোনা মিয়ার ছেলে যুবলীগ নেতা আলামিন মিয়া, ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম মিয়া ও শ্রমিকলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক লোকজন তার বাসায় আক্রমন করে ভাংচুর করেন।
এবিষয়ে প্রতিকার পেতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।