নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহার নামাজ উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তামূলক ডিউটি ব্রিফ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ জুন) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স, কিশোরগঞ্জে অফিসার ফোর্সদের ব্রিফ করেন পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম-সেবা, পিপিএম (বার)।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আলআমিন হোসাইন, সকল সার্কেল অফিসার, ওসি-ডিবি, ডিআইও- ১, আরআইসহ কিশোরগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদবির অফিসার-ফোর্স। ঈদের জামাত শুরু হবে সকাল ০৯:০০ ঘটিকায়। ভোর হতে অফিসার ফোর্স মোতায়েন থাকবে।
এছাড়াও অগ্রিম নিরাপত্তামূলক ডিউটিতে অফিসার ইতোমধ্যে নিয়োজিত করা হয়েছে। পুলিশ সুপার তার অধীনস্থ অফিসার ফোর্সদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ ও দিক-নির্দেশনা প্রদান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।