1. admin@haortimes24.com : admin :
হোসেনপুরে চুরির ঘটনায় দোকানে হামলা-ভাঙচুর-লুট: আহত-২ (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

হোসেনপুরে চুরির ঘটনায় দোকানে হামলা-ভাঙচুর-লুট: আহত-২ (হাওর টাইমস)

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পঠিত হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে প্রতিবেশীর দোকানে হামলা-ভাঙচুর, টাকা ও গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে ওঠেছে। এ সময় দুই জন আহত হয়। এতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়,গত দুই সপ্তাহ আগে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ সুজন মিয়ার (২৮) একটি এন্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়। ওই হারিয়ে যাওয়া মোবাইলটি উপজেলার কাওনা গ্রামের এঙরাজ মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০) কুড়িয়ে পাওয়ার পর তা ফেরত দিতে সুজনের নিকট তিন হাজার টাকা দাবি করেন। এরই ধারাবাহিকতায় সুজন তার দাবিকৃত টাকা ফেরত দিয়েও মোবাইলটি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। এ নিয়ে ওই দুই জনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ঝগড়ার সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে গত ২৮ জুলাই সন্ধ্যায় হৃদয় মিয়া চিহ্নিত কিশোর গ্যাংয়ের লোকজন নিয়ে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল সালামের ছেলে আব্দুল কালাম(৫০)’র বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় কালামের স্ত্রী এসনাহার (৪৫) প্রতিবাদ করলে হৃদয় মিয়ার সঙীয় লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এক পর্যায়ে এসনাহারের গলা হইতে একটি ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। এসময় ওই গৃহবধূর ডাক চিৎকারে পাশের মুদি দোকানদার সুমন মিয়া (৩৫) রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে হামলাকারীরা একত্রিত হয়ে পাশের সুমনের দোকানে হামলা ও ভাঙচুর করে দোকানের ক্ষতি সাধন করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ।

খবর পেয়ে আশ-পাশের সুজন মিয়া, আবুল কাশেম,হাইয়ুল মিয়া ও বাবুল মিয়াসহ অন্যরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের মোঃ কালাম বাদী হয়ে হোসেনপুর থানায় ২৯ জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ন্যায়বিচার প্রার্থনা করেন। অভিযোগ দায়ের পর হোসেনপুর থানার এস আই শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসাদুজ্জামান টিটু জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST