রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহালম সিদ্দিকী ও তার এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠ এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক শাহালম সিদ্দিকী ওই ইউনিয়নের আদম গ্রামের আবুল হাশেম সিদ্দিকীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, শাহালম সিদ্দিকীর বিরুদ্ধে পীরগাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রায়হান হোসেন নামে তার সহযোগীসহ টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠ এলাকায় ইয়াবা বেচাকেনার উদ্দেশে এলে তাদেরকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
এদিকে শাহালম সিদ্দিকী ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দাবি করে পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহমেদ বলেন,শাহালম ছাত্রলীগের কেউ না।
গত ৬ মাস আগে ওই ইউনিয়নে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।বর্তমানে সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।